শাহ আলম একটি প্রাইভেট ইন্সুরেন্স কোম্পানির ক্লার্ক ছিলেন। সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। ইন্সুরেন্স কোম্পানীর পেনশনের টাকায় সংসার চলছিল না। তাই স্বামী-স্ত্রী দু’জনেই গার্মেন্টসে কাজ নেয়ার কথা ভাবেন। নিম্ন মধ্যবিত্ত শিক্ষিত পরিবারের জন্য গার্মেন্টসে কাজ নেয়ার সিদ্ধান্তটা সহজ নয়। লোক-লজ্জার কথা ভেবে দুজনেই দ্বিধায় ভোগে বেশ কিছুদিন। অবশেষে তাঁর স্ত্রী শাহীনা আক্তার ফ্যান্টম গার্মেন্টসের নিডলম্যান হিসেবে যোগ দেন। কথা ছিল, বাগেরহাটের জমি-জমা সংক্রান্ত কিছু ঝামেলা মিটিয়েই শাহ আলম একই গার্মেন্টসে কাজ নেবেন। রানা প্লাজার ধ্বসের সময় তিনি স্ত্রীর সাথে ফোনে কথা বলছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়। ফোন লাইন কেঁটে যায়।
সাভার হত্যাকান্ডের ঠিক ষোলদিন পরে (মে ১০, ২০১৩, সকাল ১১.৩৭ মি), শাহীনার স্বামী একজন স্বেচ্ছাসেবককে এস.এম.এস করেছিলেন: আপা, আজকে সকালে আপনার ভাবীকে (শাহীনা) অক্ষত অবস্থায় পেয়েছি। অপেক্ষার যোলদিনের দুর্বিষহ নরক যন্ত্রণার প্রতিশোধ নিতে ইচ্ছা করে। আমার সংসার ধুলায় মিশিয়ে দিল যারা, ইচ্ছা করে তাদেরও মৃত্যু কামনা করি। কিন্তু আমি মুসলমান, কারও অনিষ্ট চাই না। বাগেরহাটের পথে এখন। আমার স্ত্রীকে বীনা অপরাধে জীবন্ত কবর দেয়া হল। এক কবর থেকে তুলে আরেক কবরে নিয়ে যাচ্ছি। আপনারা মালিকের বিচার চাইবেনতো? বড়লোকের বিচার ইহজনমে হয় কি, আপা?
ইহজাগতিক ময়দানেই আমরা অভিযুক্ত মালিকের বিচার দেখতে চাই।
শাহ আলমের প্রশ্নটি আমাদেরকে একটি ইতিহাসের মুখোমুখি করে। ১৯৯০ সালের সারাকা গার্মেন্টসের আগুন আতঙ্কে অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই থেকে গত দুই দশক ধরে চলছে শ্রমিকের মৃত্যুর মিছিল। একজন অভিযুক্ত মালিকেরও বিচার হয়নি।
সাভারের গণরায়, আমাদের গণদাবী — আমরা সকল অভিযুক্ত মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা সকল শ্রমিক হত্যাকারী
মালিকের বিচার চাই।
গণদাবী তাই, রায় হয়ে যায়
বিচারক জেনে নিন
আইন-কানুন অনেক জানেন
গণরায় জেনে নিন।
ওগো নেতা, ওগো নেত্রী,
ওগো মানবতাবাদী ধাত্রী
আর মিডিয়াকাতর বিপ্লবী
তুমি ঘুরতে পারো নিজ ধান্ধায়
তাই দেখাও আইন-কানুন আদালত!
গণদাবী তাই, রায় হয়ে যায়
বিচারক জেনে নিন
আইন-কানুন অনেক জানেন
গণরায় জেনে নিন।
শোন গণদাবী, গগন-বিদারী চিৎকার
ভেসে যাবে সব টক-শো
ডিপ্লোমেটিক সিৎকার।
গণদাবী তাই, রায় হয়ে যায়
বিচারক জেনে নিন
আইন-কানুন অনেক জানেন
গণরায় জেনে নিন।
[গানটির গীতিকার ও সুরকার: বিস্কুট]
সাভারের গণরায়, আমাদের গণদাবী — আমরা সকল অভিযুক্ত মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা সকল শ্রমিক হত্যাকারী মালিকের বিচার চাই।
Categories: আন্দোলন বার্তা
Leave a Reply