(সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমার এক্স-কর্মক্ষেত্র হওয়ার কারণে বিপদ আছে এসব লেখায়। যেহেতু মিডিয়া জগতে ‘বড়’ অবস্থানে রয়েছে তারা ফলে, সেখান থেকে বের হয়ে কেউ সমালোচনা করলে বিষয়টাকে ইর্ষা হিসেবে দেখা হয়। যারা সেটা ভাববেন তাদের এই পোস্ট নিয়ে ভাবা বা বলার সুযোগ নেই। তফাতে থাকুন। জ্ঞানত প্রতিষ্ঠানটির প্রতি আমি বিরুপ আচরণ করি না। যারা নারীদের বিষয়ে বন্ধুতা দেখানোর কথা জোর দিয়ে বলবেন, তাদের অনেক বেশি সচেতন হতে হয়। সেকারণেই এই বিষয়গুলো ধরিয়ে দেওয়া দরকার। পেশা ও নেশাগত জায়গা থেকে আমি সেটা দায়িত্ব মনে করি)
এখানে যে ক্যাপশনটা দেয়া আছে সেটা আমার নিজের দেয়া। কিন্তু পত্রিকার পাতায় ছবির ক্যাপশন কি লেখা আছে সেটা একঝলক দেখে নিই- দাম্পত্যে সন্দেহ তৈরী হলে বিষয়টিকে বড় হতে না দিয়ে শুরুতেই স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে আলোচনা করে নেওয়াটা ভালো।
দেশে বেচাবিক্রিতে প্রথমশ্রেণীর দৈনিকে আজ একটা লেখা ছাপা হয়েছে অধুনা পাতায়। এসব পাতা কাদের জন্য, কি লক্ষে করা সে বিষয়ে বিস্তর আলাপ হয়েছে। এখানে খালি ছবিটা দিয়ে দিলাম। আর কিছু প্রশ্ন উত্থাপন করলাম।
১. ছবিতে নারী ফোন নিয়ে বসে আছে, পুরুষ সন্দেহ নিয়ে উকিঝুকি দিচ্ছে তা দেখানো হলো না কেন?
২. নারীর এই উপস্থাপনা দৈনিকটির নারী-বান্ধব হওয়ার ক্ষেত্রে কোন সমস্যা করে কিনা!!
৩. ছবি দেখার পর স্টোরিতে কি লেখা আছে (সেটা যদি নারীর ‘পক্ষে’ যায়) সেটাও প্রভাবিত হয় কিনা
Categories: বাংলাদেশে নারীবাদ
Leave a Reply