From Wiki@http://en.wikipedia.org/wiki/File:What_The_Water_Gave_Me,_Frida_Kahlo,_which_inspired_Florence_Welch_in_2011.jpg
From Wiki@http://en.wikipedia.org/wiki/File:What_The_Water_Gave_Me,_Frida_Kahlo,_which_inspired_Florence_Welch_in_2011.jpg

রিলেশন, অ্যা ফাটাল লায়িং

*শামীমা িবনতে রহমান, অতিিথ ব্লগার

বাইরে ভেজা বাতাস, বৃষ্টি নাই

রুমের ভেতর গুমোট গরম ঝিরি ঝিরি
টেবিলে কৃষ্ণচুড়া, সোনালু আর একটা সবুজ ব্যাঙ
চিৎ হয়ে শুয়ে ওরা
হলুদ প্লাস্টিক আর নীল গ্রীবা ময়ুরের গৃহস্থলির মন্দিরার শব্দ শুনতেসিল
ওরা বলতেসিল: ওইসব, অযোধ্যার নারীদের পায়ের আঙুলের আংটি আর স্টোনের চুড়ির চাইতে বেশি ঝলমলে নয়।
ইজ ইট! বলে সবুজ ব্যাঙ গোল গোল চোখে গুগল সার্চ দিলো
কিন্তু ততক্ষণে ইঞ্জিনের ব্যক্তিগত বৃষ্টিতে
আঠালো স্থিতিতে আটকে গ্যাছে তাবৎ ভার্চুয়াল কন্টাক্ট: শুধু
খোলসের ভেতরে থিকাই সংসারিরা অভিলাষি হৈতে চায়
প্রেমিক সাজতে চায়।
আহা নীল ময়ুর
এই ঝাঁ ঝাঁ রোদালু এখন তোমারই সুপ্রভাত, যদিও
বৃষ্টি দুরাস্ত বলে পেখম মেলার খায়েস তোমারে
ডানার ভাঁজেই বইতে হবে।
তুমি বরঙ ইউটিউব সার্চ দিয়া আরাম নিতে পারো
শুনতে পারো রবিশঙ্করের ভীম পলাশি
অথবা ‘আমরা না হাত ধরে হাত ছেড়ে দিসি’ এই স্মৃতিও
উপাদেয় হৈতে পারে এইসব ‘গ্যাংস অফ ওয়াস্সিপুর’র টাইম লিপিতে।
শামীমা িবনতে রহমান, েলখক, সাংবািদক।

Leave a comment

Trending