আনু মুহাম্মদ: ৯ জুলাই ঢাকায় বেতন ভাতার দাবিতে মিছিল নিয়ে যাবার সময় সন্ত্রাসীরা গার্মেন্টস শ্রমিকদের মিছিলে গুলি করে। একজন শ্রমিক নিহত হন, বেশ কয়েকজন গুলিবিদ্ধ। ১০ জুলাই বড় বড় সংবাদপত্রে এই খবর কোনো গুরুত্ব পায়নি। কারণ সম্ভবত, ‘জায়গা ছিলো না’। কেনো ছিলো না? কী করে থাকবে? অধিক প্রচারিত কয়েকটি পত্রিকার অর্ধেক পৃষ্ঠা দখল করেছিলো খোদ বিজিএমইএরই বিজ্ঞাপন। বিজ্ঞাপনে তারা হাতে হাত মেলাতে বলেছেন, সহযোগিতা চেয়েছেন। হত্যাকান্ডের খবর চেপে যাওয়াও বড় সহযোগিতা, গঠনমূলক ইতিবাচক ভূমিকা। তাই না?
[ফেইসবুক স্ট্যাটাস , জুলাই ১১, ২০১৩]
Categories: আন্দোলন বার্তা, বাংলাদেশে নারীবাদ
Leave a Reply