আমাদের নিটোল ক্যামেস্ট্রি

 

 

Image@Shamima Binte Rahman

Image@Shamima Binte Rahman

শামীমা বিনতে রহমান 

ভালোবাসা কমে এলে আমাদের কঙ্কালদের নৃত্য শুরু হয়।

আলোথই থই বারান্দায়

আমাদের ফ্লেশগুলা কী পরিস্কার, খসে পড়েছে যে

বেশি দিন হয় নাই, উজ্জ্বল তরতাজা।

ফেইলড্ টেক্সটের মতো জমে আছে

একের পর এক, ডিসটিংক্ট

এই যে গত অগ্রাহয়নে

আমার মারিজুয়ানা চোখে যে চুমু দিসিলা, আহা ওইটাও।

আচ্ছা খসে পড়সে, নাকি আমরা ফেলে দিচ্ছি?

তুমি কি ল্যাজারাস?

আমি কি মলি?

আমরা কি পরবাসে বসবাস? ফাকড্ আপ!

মুস্তফা আনোয়ার এইখানে ক্যান! সরি, মু.. আপনি ঘুমান

যদিও অযথা নয় এইসব।দ্যাখেন

সংবাদপত্রের ব্যানার হেডলাইন: সবজির দোকানে বেচা হচ্ছে পলিমার।

পলিমারপলিমারপলিমার, হে! দারুণ প্রোটিন!

প্লাস্টিক খেয়ে, সাঁতার কেটে

এসেছি যেই পাড়ে, সেখানেও ঘন জঙ্গল, পার্পল বাতাস

আমি চুল উড়ায়ে কাছে গিয়ে দেখি:

তুই ফেলে এসেছিস কারে মন, মনরে আমার’, নোপস, নট অ্যাবস্ট্রাক্ট:

আমাদের চাক চাক মাংস, ভীষণ ফ্রেস।

ভালোবাসার ছলে ওরা চাষ করছে এখন, কলহ সবজী

সবুজ টবে।



Categories: সংস্কৃতি-রাজনীতি

Tags: , ,

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: