
শামীমা বিনতে রহমান
শামীমা বিনতে রহমান ভালোবাসা কমে এলে আমাদের কঙ্কালদের নৃত্য শুরু হয়। আলোথই থই বারান্দায় আমাদের ফ্লেশগুলা কী পরিস্কার, খসে পড়েছে যে বেশি দিন হয় নাই, উজ্জ্বল তরতাজা। ফেইলড্ টেক্সটের মতো জমে আছে একের পর এক, ডিসটিংক্ট এই যে গত অগ্রাহয়নে আমার মারিজুয়ানা চোখে যে চুমু দিসিলা, আহা ওইটাও। আচ্ছা খসে পড়সে, নাকি আমরা…

শামীমা বিনতে রহমান
Leave a comment