উম্মে রায়হানা* অতিথি ব্লগার
ছাদে অথবা বারান্দায়
ম্যাজেন্টা ওড়না ওড়ায়
রাধার বিনোদবেনী পিঠ ছুঁয়ে যায়-
মেয়েটা কি প্রেমে পরেছিলো ?
তুমি কি তা জানো পাঁচ সাত ?
শরীরে কি ঘোরে নাকি সাহেবের হাত !
উনুনে উথলে ওঠে বাসমতি ভাত –
মেয়েটা হিসেব করে নিলো –
বেতনের সাথে কত বোনাস – ঈদের !
হিসেব ইজ্জতের , পেটের খিদের
মা বাবা ভাই বোন এবং নিজের –
মেয়েটা আকাশ দেখছিল
মেয়েটা আকাশ দেখেছিলো
ওরা কবিতা লিখে যাক
উম্মে রায়হানা
ওরা কবিতা লিখে যাক
ওরা কবিতা লিখে যাক
তোমার হৃদয় তোমার কাছেই থাক
শীতের ছায়ার মতন কুয়াশায়
অস্পষ্ট সম্মতিতে ভীত
মুখের দিকে চেয়ে তুমি স্মিত
হেসে চোখ টেপ ফরাসী কায়দায়
তবুও ওরা কবিতা লিখে যাক
তোমার হৃদয় তোমার কাছেই থাক
আঁকড়ে থাকুক তোমার শাড়ীর পাড়ে
রক্তে মাংসে নেশাতুর সব ক্ষত
বয়ে চলুক রজরক্তের মত
বিষাক্ত সব শব্দ ওদের হাড়ে
জন্ম জন্মে অমর হয়ে থাক
তারপরও ওরা কবিতা লিখে যাক
তোমার হৃদয় তোমার কাছেই থাক
ভুলেও কাউকে দিও না তোমার মন
মন আর দেহে ক্ষমতার আস্ফালন
সুতরাং ওরা কবিতা লিখে যাক
তোমার হৃদয় তোমার কাছেই থাক
Categories: সংস্কৃতি-রাজনীতি
Leave a Reply