১৫২ টি ফাঁসির ব্যাপারে

 

ImageCredit@DailyStar

ImageCredit@DailyStar

মাহা মির্জা

একশত বাহান্নটি পাইকারী ফাঁসির ব্যাপারে আমার বলার কিছু নাই।

আমি তিন জেনেরেশনের আপ টাইট সুশীল।

কোজাগরী চাঁদের রাতে আমি টেগরের আরাধনা করি।

এক শত বাহান্নটি ঢালাও ফাসির ব্যাপারে আমি কিছু বলতে চাই না ।

ফাঁসি চাই ফাঁসি চাই বলে ভোকাল কর্ড টেশিয়েছি পুরোটা ফেব্রুয়ারী মাস, ২০১৩।

ফাঁসি কে ‘না’ বলার নৈতিক অবস্থান আমার নেই।

দু চারটা, আট দশটা, অথবা তিরিশ বত্রিশটা,

বেহুদা ফেঁসে যাওয়া ব্লাডি জওয়ানস….

এই কুলাঙ্গার দেশে,

ন্যায় বিচারের ঝান্ডা উড়াইবার রাষ্ট্রীয় প্রয়োজনে

এক অনিবার্য কোলাটেরাল ড্যামেজ।

মাননীয় আদালত, আপনার জুডিশিয়ারী পাটিগণিতের উপর আমাদের অগাধ আস্থা।

এইসকল অখ্যাত, অদরকারী, হাভাইত্যা পরিবারের ফাঁসির ব্যাপারে আমি কিছু বলবনা।

বরং অসাম্যের বেলেল্লপনা থেকে উত্গরিত ব্যবস্থাটি দীর্ঘজীবি হোক।

জওয়ানের ঘামে জলে নিংড়ানো তরতর করে বেড়ে ওঠা পিলখানার আম গাছগুলো

এই বসন্তে মুকুল ছড়াক।

(সামান্য আমের ভাগ বাটোয়ারা নিয়ে ক্যাঁচাল লাগায় যে সৈনিক, বরং তার হোক শিরচ্ছেদ।)

বৈষম্য থেকে বিচ্ছুরিত রাগ, ঘৃনা, ক্রোধ দমকে দমকে উঠে নরাধম খুনী হলো যারা,

নিরন্তর পতিত হোক তারা।

(উঁচা ক্লাসের মানুষ মেরে ক্ষুদিরাম পাড় পায় নাই। শ্রীমতি প্রীতিলতাও লটকেছিলেন আড়াই হাত লম্বা দড়িতে।)

দেয়ারবাই, মাই লর্ড, আই আর্জ,

সর্বমোট একশ বাহান্নবার নাইলনের দড়ি ধরে টান টান হ্যাঁচকাইলেই

এই বেশরম কাহিকা জনপদ অনির্দিষ্ট কালের জন্যে কলঙ্কমুক্ত হইবেক।

বলাই বাহুল্য, আমি, আমার তিন পুরুষ, এবং বাংলাদেশ ডিফেন্স ফোর্স,

আমরা সকলেই প্রকারান্তরে ভাই ভাই।

আন্ড টুডে, লেডিস এন্ড জেন্টেলমেন, ভাই ভাই হ্যাভ রিসিভড ব্লাডি জাস্টিস।

ওই ফকিন্নির পুত জওয়ানেরা আমাদের কেউ নয়। কখনই ছিলনা

মাহা িমজর্া একজন গবেষক োএবং এ‍্য‍্য‍্যািক্টভিস্ট।



Categories: সংস্কৃতি-রাজনীতি

Tags: , , , , , ,

1 reply

  1. ফেব্রুয়ারীতে ফাঁসি চেয়েছিলাম বলে এখন ফাঁসিকে না বলার নৈতিক অধিকার আমার নেই? বাহ।

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: