সাইমুম েরজা িপয়াস
(বৈশাখের প্রথম দিনে গার্মেন্টসের সকল আহত, নিহত, ক্রমান্নয়ে নির্যাতিত মেহনতি ভাই-বোনদের স্মরণ করে উত্সর্গীকৃত)
তোরা শালা আল্পনা আঁকিস
পান্তায় ইলিশ মাখিস
আমার বোন ঘুমায় জুরাইনের কোণে
আর নিখোঁজ ভাইটির মা তাকে খুঁজছে পাগলপ্রায়।
তোরা শালা এক লক্ষ টাকা দাম ধরিস
ডিএনএ নিয়ে লুকোচুরি করিস
এখনো নাকি হাঁড়গোড় বেরোয়
সাভারের জঞ্জাল থেকে।
তোরা শালা চেতনা ধরিস
অথবা জাতীয়তাবাদী ঈমান জপিশ
আমার শ্রমিক পথে পথেই ঘুরে
চোখ রাঙায় বৈশাখের খরতাপ।
তোরা শালা আল্পনাতেই থাকিস
পান্তায় ইলিশ ভালো করেই মাখিস
একদিন ঠিকই হিসেব বুঝে নিবো
কাওরানবাজারের ধ্বংসস্তুপে দাঁড়িয়ে।
Categories: সংস্কৃতি-রাজনীতি
Leave a Reply