বেঁধে রাখো — চোখ, লিঙ্গ দুটাই বাঁধো।

আমরা দুর্বার – We Are Boundless’ 
– কমলা কালেকটিভ
আমরা সকাল-বিকাল-রাত্তিরে পা রাখবো বাইরে
কাজে অকাজে
আমরা শাড়ি পড়বো, স্কার্ট পড়বো, হাত কাটা ফতুয়া তো ভিষণ পছন্দ
গরমের মধ্যে ওড়না আবার কী!
আমরা ইচ্ছা হলে মস্ত টিপ দিবো টকটকা লাল
কালোও ভালো
রিকশার হুড খুলে তুমুল তর্ক করবো পাশে বসা বন্ধুর সাথে
হাসতে হাসতে একজন আরেক জনের গায়ে ঢলে পড়বো
আমাদের গলা তিন বাড়ি পেরিয়ে চার বাড়িতে গিয়ে আছড়ে পড়বে,
এমন হুল্লোড় জমাবো!
আমাদের কলসি ভাঙ্গা হাসি — আমরা হাসতে ভালবাসি
আকাশে পাতালে পাগলে মাতালে আমরা ফোটাবো খই
আমরা গান গাইবো, নাচবো তা থৈ থৈ
বন্ধুর কাঁধে আয়েশে হাত রেখে
চা খাবো বিস্তর
আমরা চাঁদনি চক যাবো, বইমেলা যাবো
বিজয়ে বৈশাখে গালে বাংলাদেশ আঁকবো
আমরা প্রবল, আমরা দস্যি, আমরা মায়া, আমরা লক্ষি
আমরা দুর্বার, আমরা কলঙ্ক, আমরা মনোহারি
আমরা ভীষণ দুষ্কৃতিকারী।
বেঁধে রাখো — চোখ, লিঙ্গ দুটাই বাঁধো।
We will step outside morning, noon and night
With or without reason
We will wear saris, skirts – sleeveless tops are my favourite
What is it with scarves in such heat?!
If we feel like it, we will wear huge teeps, blood red
black is good too
We will put down the rickshaw hood and engage in elaborate arguments with the friend sitting next to us
We will collapse onto one another in laughter
Our voices will pass over three houses and hit the fourth
We will make such a commotion!
We burst into laughter, we love to laugh
In the heavens and on the earth, we will chatter like drunken loons
We will sing and dance
We will rest our arms on our friends’ shoulders
and drink lots of tea
We will go to Chandni Chawk (market), to the Book Fair
On Victory Day and in the New Year,
we will paint Bangladesh on our cheeks
We are robust, we are mischievous, we are mysterious, we are well behaved
We are boundless, we are sinful, we are enchanting
We are really wicked.
Restrain them – eyes, penises, restrain them both.
Conceived and Presented by: Komola Collective
Lyrics by: Leesa Gazi
Composition and Arrangement by: Sohini Alam, Aanon Siddiqua, Oliver Weeks
Performed by: Leesa Gazi, Sohini Alam, Aanon Siddiqua, Oliver Weeks
Filmed by: Rams Shahzad, Javier Tirado, Ameed Nizam
Edited by: Rams Shahzad
Produced by: Langham & Stanmore FIlms
Website: www.komola.co.uk/
Twitter: @KomolaC
Facebook: /KomolaCollective


Categories: আন্দোলন বার্তা, যৌন নিপীড়ন ও প্রতিরোধ, সংস্কৃতি-রাজনীতি

Tags: ,

1 reply

  1. সেইরকম হইছে । সেলুট ।

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: