রাইমা জাহান
২৪ এপ্রিল ২০১৩।ঘটে যায় সবচে বড় ভবন ধসের ঘটিনা।যা সারা পৃথিবীতে তোলপাড় করেছিলো।মারা যায় প্রায় হাজারখানেক মানুষ।সেই রানা প্লাজা ধস এর প্রায় দুই বছর হতে চললো।এখন অনেকটাই ফিকে হয়ে গেছে এই খবর।হাজার হাজার মানুষ পথে বসেছে আজ শুধুমাত্র এই এক্সিডেন্ট এর কারনে।পৃথিবীর আর কোথাও এর নজির পাওয়া যায়নি।এটা একটি বিষাল হত্যাকান্ড বললেও ভুল হবেনা।বলা যায় পরিকল্পিতভাবে এই হত্যা করা হয়েছে।আমার বাবা সেই ভবন ধসে মারা গেছে।আমি জানি কোনো মানুষ অকালে মারা গেলে কেমন লাগে।আর সেটা যদি হয় হত্যা।
আমার মত রানা প্লাজা ধসে মারা যাও্য়া হাজার হাজার পরিবারের মানুষের মনের একই অবস্থা আমি জানি।কিন্তু একটা প্রশ্নের জবাব এখনো পাইনি।কোথায় সেই হত্যাকারী রানা?যে শুধুমাত্র টাকার লোভে এতগুলো মানুষের প্রান নিতে দিধাবোধ করলোনা!সেই যে দুইবছর আগে তাকে ধরে নিয়ে যাওয়া হল তারপর তার কি হয়েছে কেউ কি জানে?আমাদের কি জানানো হয়েছে?আমরা কি তার সঠিক বিচার পাবোনা?সেই রানার কি ফাসি হবে?এতগুলো মায়ের বুক যে খালি করলো,এতগুলো সন্তানকে যে পিতামাতা হারা করলো,তার কি বিচার হবেনা?শুধুমাত্র ক্ষতিপুরন দিলেই সব খালাস হয়ে যায়?একজন রানার এভাবে খালাস পেয়ে যাওয়া দেখে যে হাজারটা রানার জন্ম হবেনা তা কি কেউ বলতে পারে?রানা প্লাজা নিয়ে চারিদিকে শুধু সবাই ক্ষতিপুরনের কথা বলে,যেনো ক্ষতিপুরন দিলেই সব সমস্যার সমাধান!হত্যাকারির বিচার কেউ চায়না।
আমাদের ভিকটিম দের জানানো হয়না রানার বিচার হবে কিনা।আমাদের তো জানার অধিকার আছে সবার আগে।আমার পিতার হত্যাকারির কি হল সেটা জানার অধিকার আমার সবার আগে।সেই হত্যাকারী রানার আজকের এই গাফেলতির জন্যে আমি আর আমার বাবার হাসিমুখ দেখতে পাইনা।তার কন্ঠ শুনতে পাইনা।তাকে স্বশরীরে সামনে উপস্থিত দেখতে পাইনা।তার বদলে দুইবছর আগে দেখতে হয়েছে তার বিভতস্ব লাশ।আমার মত এরকম যেনো আর কারো না হয়,আর কোনো পরিবারের সাথে এই নিরমম হত্যাকান্ড না হয়,আর কেউ যাতে অকালে প্রান না হারায়,এজন্য আমি হত্যাকারি রানার বিচার চাই।যে হেলায় ফেলায় ভালো ইঞ্জিনিয়ার না দেখিয়ে রানা প্লাযা বানিয়েছিলো।একটা বিল্ডিং এর ধারন ক্ষমতার বেশি যেয়ে সেখানে গারমেন্টস ভাড়া দিয়েছলো।আমি বিচার চাই সেই রানার য্র রানা প্লাযা ধসের দিন যখন বিল্ডিং এ ফাটল দেখা যায় তখন সবাইকে কিছুই হবেনা বলে মিথ্যা আস্বাস দিয়েছিলো।আমি বিচার চাই সেইসব গারমেন্টস মালিকের যারা সেইদিন সকালে স্রমিকদের কাজে যেতে বাধ্য করেছিলো বেতন কেটে নেয়ার ভয় দেখিয়ে।আজ রানা এবং সেইসব মালিকের এই গাফেলতির কারনে হাজার হাজ্র মানুষ প্রান হারিয়েছে।হাজার লোক পঙ্গু হয়েছে।সেই হত্যাকারিদের আমরা বিচার চাই।যাতে সারা পৃথিবীর মানুষ দেখতে পায়,হত্যাকারীর সাজা।যাতে আর কেউ এরকম হত্যাকরার সাহস না পায়।ক্ষতিপুরন দিয়েই পার পেয়ে যাবেনা কেউ।
আমরা বিচার চাই।
Categories: আন্দোলন বার্তা, বাংলাদেশে নারীবাদ, যাপিত জীবন
bichar houa khub e joruri #Raima