কারণ আমি ধর্ষণযোগ্য

কারণ আমি ধর্ষণযোগ্য

একটা স্থানীয় বৌদ্ধ শ্মশানের চারধারে BGBর তারকাটা, আলোকচিত্র সুত্র, The Daily Star

একটা স্থানীয় বৌদ্ধ শ্মশানের চারধারে BGBর তারকাটা, আলোকচিত্র সুত্র, The Daily Star

রিঃহাপা ন্যাইয়াভাদে, অতিথি ব্লগার

এসো, আমাকে ধর্ষণ কর
কারন আমি ধর্ষণযোগ্য
কারন আমি তোমার মত নই
আমার রক্তের রঙ ঢাকা পরে আছে অন্য চোখ চিবুকের আড়ালে
আমার শব্দবাক্যবর্ণমালার ধ্বনি
তোমাকে আলোড়িত করে না
আমি তোমার কাছে সেই অন্য কেউ, সেই কেউনা,
যাকে তোমার লালসার হিসাবে যোগ করা যায়,
নির্দ্বিধায়

আমি ধর্ষণযোগ্য
কারন আমি নারী নই
কারন আমি মানুষ নই
আমি বিলবোর্ড এ আটকে রাখা উজ্জ্বল রঙের
সেই সব অন্য কেউ এর একজন
যে হাস্যমুখি মানুষ নয়
যে অলংকারমণ্ডিত নারী নয়
যে তোমার পুঁজিবাদ বিপণীর ঝলমলে এক পণ্য।
আমাকে ধর্ষণ কর
বারে বার।

কারন তোমার রাষ্ট্র তোমার পুরুষাঙ্গকে করেছে উদ্ধত
কারন তোমার রাষ্ট্র তোমাকে প্রহরা দেয়।
অতন্দ্র বার
যতবার পারো
ততবার।

আমি ধর্ষণযোগ্য।
কারন তুমি এবং তোমরা
আমার শরীরে আমার ভিটেমাটির ঘ্রান পাও
আমার স্তনে আমার নিতম্বে আমার যৌনাঙ্গে
আমার আদি মাটির আবরণ,
তোমার এবং তোমাদের
আক্রোশে, নিষিদ্ধতার উল্লাশে
তুমি এবং তোমরা তা উন্মোচন কর।

এসো, তুমি ধর্ষণ করে যাও
কারণ আমি ধর্ষণযোগ্য
আমি ধর্ষণযোগ্য
কারণ তুমি ধর্ষক।

তুমি ধর্ষক
বলে
আমি ধর্ষিতা নই

আমি মানুষ
আমি নারী
আমি আমাদের প্রতিবাদ

আমি তোমার শরীরে, তোমার অস্থিমজ্জায়,
তোমার রাষ্ট্রের মুখে
ধর্ষকের তকমা খোদাই করি

আমি ধর্ষণযোগ্য,
তাই
আমি শিখেছি।
আমি তুমাচিং, সুজাতা, বিশাখার মথিত শরীর পেরিয়ে
আমি আরও অনেক বেনামী বেওয়ারিশ এর নাম পেরিয়ে
বিচিত্রা তিরকি হতে শিখেছি

আমার ধর্ষণযোগ্য শরীরে এখন
এক মান্দি মেয়ের ক্ষোভ,
মেনে না নেয়ার অঙ্গীকার,
হাল না ছাড়ার প্রত্যয়।

তাই ধর্ষক!
এসো, আমাকে ধর্ষণ কর।
কারণ আমার এবং আমাদের ধর্ষণযোগ্য শরীরেই

তোমার নিশ্চিত বিনাশ।

রিঃহাপা ন্যাইয়াভাদে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে বান্দরবনে কৃষি কাজ ও কৃষিজ পন্যের ব্যবসা করেন. 

=============================================================

BECAUSE I AM RAPEABLE
Rihapa Neiyavade *
Translation by Devasish Roy-Wangza & Yan Yan
1

Come, rape me
Because I am rapeable.
Because I am not like you.
The colour of my blood lies hidden behind my different eyes and chin
The sound of my words-sentences-alphabets don’t move you
To you I am an other, a nobody,
Who you can add to your list of lusts,
With no hesitation.

I am rapeable
Because I am not a woman
Because I am not a human
Captured in bright colours on a billboard.
I am just one of those others
Who is not a human with a smile
Nor an ornament-adorned woman
Or a glitzy product on sale at a capitalist shopping mall.

Rape me
Again and again.
Because your state erects your penis
Because your state guards you,
Relentless times.
As many times
As you can.

I am rapeable
Because you and you
Get the scent of my home and land in my body.
My breasts, my hips and my vagina
Are layered with ancient soil
That you and you
Vengefully uncover with forbidden glee.

2

Come, keep on raping
Because I am rapeable.
I am rapeable
Because you are
The Rapist.

You are the Rapist
Yet
I am not the raped one.

I am human
I am woman
I am our protest.

I chisel the word Rapist
On your body
On your bones and marrows
On the face of your state.

I am rapeable
Thus
I have learned.
Crossing over the ravaged bodies of Tumaching, Sujata, Bishakha
Crossing over many more nameless unclaimed names
I have learned to become Bichitra Tirki.

In my rapeable body
Now
Fumes a Mandi girl’s wrath,
A pledge of unacceptance,
An oath never to give up.

So, Rapist!
Come, rape me.
Because in my and our rapeable bodies
Lies your inescapable doom.
_______________________

* Rihapa Neiyavade, an exstudent of BUET, now engaged in farming in Bandarban. The English version was rendered by Devasish Roy-Wangza & Yan Yan. The translators may be forgiven if they have unwittingly failed to capture the essence of Rihapa’s poem.



Categories: সংস্কৃতি-রাজনীতি

Tags:

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: