রিঃহাপা ন্যাইয়াভাদে

বাবুছড়া প্রাইমারি স্কুলের ৫০ ফুট দুরে বিজিবি পোস্ট। এলাকা বাসী এই অধিগ্রহনের প্রতিবাদ করেছে, পরিশেষে বাবুছাড়fর ২৪ টি পরিবার জুন ১০, ২০১৩ বন্দুকের মুখে বাধ্য হয় নিজ ভূমি ছেড়ে দিতে। প্রায় দুই বছর ধরে তারা শরণার্থী জীবন যাপন করছে। আলোকচিত্র: হানা শামস আহমেদ
যত্র তত্র খুবলে খুবলে নেয়া জুম পাহাড়ের শরীরে
কাঁটা তারের নিরবিচ্ছিন্ন সীমান্ত।
সীমানার ভেতর অস্ত্রের দম্ভ, দম্ভের উল্লাস,
আর ক্যামোফ্লাশ-এর বাড়াবাড়ি।
সীমানার বাইরে কাঁটা তারে বিক্ষত
চির-অক্ষত ছেঁড়া ক্ষতের সারি।
কাঁটা তারের প্রাচীর বেষ্টনীতে,
আমাদের জুম পাহাড়ের খণ্ডিত শরীরে,
আমরা অনাকাঙ্খিত।
আমরা অবাঞ্ছিত।
আমরা অবর্তমান।
আমাদের হাতে বাঁশ চেরা কঞ্চির নির্মম ধার
আমাদের পায়ে ঝর্নাস্নাত পাথরের অদ্ভুত স্থিরতা
আমাদের ধমনীতে পাথুরে ঝিরির ক্ষিপ্র স্রোত
আমাদের মুখে পাহাড়ি অরন্যের অকৃত্রিম সজীবতা
আমাদের নিশ্বাসে টঙ ঘরে বয়ে যাওয়া জুমের বাতাস।
তবুও
জুম পাহাড়ের শরীরে,
সেই কাঁটা তারের প্রাচীর বেষ্টনীতে
কৃত্রিমতার নিদারুন পরিহাস
আর
আমাদের জুমের শরীর অবর্তমান।
ক্ষত বিক্ষত জুম পাহাড়ের শরীরে,
আমাদের লাঞ্ছিত শরীরে,
দেখি
কাঁটার মুকুট।
এখন কেবল অপেক্ষা,
পুনরুত্থানের ।
রিঃহাপা ন্যাইয়াভাদে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে বান্দরবনে কৃষি কাজ ও কৃষিজ পন্যের ব্যবসা করেন ।
Categories: প্রান্তিক জাতি প্রশ্নে, সংস্কৃতি-রাজনীতি
Leave a Reply