সরকার একদিকে গণ শত্রুর ভূমিকা রাখে অন্য দিকে জাতীয় স্বার্থের কথা বলে , জাতীয় অর্থনীতির  কথা বলে। সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র নাকি জাতীয় স্বার্থের জন্যই করা হয়েছে!!!!

জাতীয়স্বার্থ ও জনগণের স্বার্থ, জাতীয় অর্থনীতি আর সর্বজনের অর্থনীতির  মধ্যকার পার্থক্য নিয়ে ঠোঁটকাটার নাসরিন সিরাজের সাথে কথা বলেছেন আনু মুহাম্মদ। আজ (২০ আগস্ট) সারাদেশে সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে গণ অবস্থান কর্মসূচি। এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে এই সাক্ষাৎকারটি প্রকাশ করা হলো।

দেখা হবে বন্ধুগণ বাঁচাতে গর্বের সুন্দরবন –

Leave a comment

Trending