কল্পনা চাকমা: পিসিমা শুধু তোমার জন্য

পিসিমা,
জানিনা কেমন আছ|তবে যতটুকু আমার ধারনা তুমি ঠিক ভালো নেই|বর্তমানে নিরীহ পাহাড়িদের উপর যেভাবে নির্যাতন চালানো হচ্ছে তাতে তুমি ভাল থাকবে কি করে!জান তোমার সেই প্রিয় পাবর্ত্য চট্টগ্রাম আজ কোন পরিস্থিতিতে আছে?সেনাশাসন আবার বেড়ে চলেছে,অন্যায়ের প্রতিবাদ করতে দিচ্ছে না|এ সময়ে তোমায় খুব মিস করছি পিসিমা|তুমি থাকলে হয়তো এসব অন্যায়ের বিরুদ্ধে লড়তে অনেক অনুপ্রেরণা দিতে!কিন্তু লে.ফেরদৌস তোমাকে রাতের আধারে কোথায় অপহরণ করে নিয়ে গেলো|অনেক খুঁজেছি তোমায়,আজ ও খুঁজে বেড়িয়ে যাচ্ছি|যা হোক এমন সময়ে তোমাকে পাশে না পেলে ও তোমার সেই রেখে যাওয়া কথাগুলো আমার কাছে অনুপ্রেরণা|আমরা এখনো রাজপথ ছাড়ি নাই|ছাড়বো ও না যতদিন তোমার স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারি!আজকের দিনে তোমাকে অপহরণ করা হয় তোমার স্বপ্নকে শেষ করে দেয়ার জন্য|কিন্তু দিতে পারেনি পাহাড়ের মানুষ এখনো তোমার স্বপ্নকে বুকে নিয়ে রাজপথ কাঁপায়,আন্দোলন করে|তোমার স্বপ্নকে বাস্তবায়ন করবে বলে|কথা দিচ্ছি পিসিমা তোমার স্বপ্নকে অপূর্ন রেখে কোথাও যাবো না|তোমার আদর্শকে ধারন করে পাহাড়ের নিপীড়িত,নির্যাতিত মানুষদের হয়ে লড়াই সংগ্রামে নিজেকে উৎসর্গ করলাম!

হ্যাপি চাকমা
(কল্পনা চাকমার ভাইয়ের মেয়ে)



Categories: আন্দোলন বার্তা

Tags: ,

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: