১৯৯৬-২০১৯
গত ৯ই এপ্রিল থেকে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠক মাইকেল চাকমা নিখোঁজ আছেন। আশংকা করা হচ্ছে, তিনি বর্তমান বাংলাদেশে বিচারবহির্ভূত গ্রেপ্তার বা বেআইনিভাবে আটকের যে প্রক্রিয়া চলছে তারই ভিক্টিম। তাকে গুম করা হয়েছে। ২৬শে মে, ২০১৯ ‘গুমের বিরুদ্ধে বাংলাদেশ মাইকেল চাকমার সন্ধানের দাবিতে ‘মাথায় কালো ঠুলি বেঁধে এক ব্যতিক্রমী প্রতিবাদ যাত্রায় প্রেস ক্লাব, বাংলা একাডেমি, রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে। একটাই দাবি, মাইকেল চাকমা কোথায়? রাষ্ট্র জবাব চাই।
এধরণের গুমের ঘটনা পাহাড়ে আরও ঘটেছে। ১৯৯৬ সালের ১২ই জুন হিল ওমেন’স ফেডারেশন-এর নেত্রী কল্পনা চাকমাকে সেনাসদস্য ও ভিডিপি সদস্যরা অপহরণ করে। কল্পনা চাকমার ভাই, কালিন্দী কুমার চাকমা এই অপহরণের সাক্ষী। ২৩ বছরে ৩৯জন তদন্ত কর্মকর্তা তিনটি তদন্ত প্রতিদেবন জমা দিয়েছেন। সর্বশেষ প্রতিবেদনে (৭ই সিপেটম্বের ২০১৬) বলা হয়,
আমরা তদন্তকালে ভিক্টিমের অবস্থান নিশ্চিত না হওয়ায় তাহাকে উদ্ধার করা সম্ভব হয় নাই। ভবিষ্যতে কল্পনা চাকমা সম্পর্কে কোন তথ্য পাওয়া গেলে বা তাহাকে উদ্ধার করা সম্ভব হইলে যথানিয়মে মামলাটির তদন্ত পুনরুজ্জীবিত করা হইবে।
— কল্পনা চাকমা অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন, ৭ই সেপ্টেম্বর, ২০১৬
কল্পনা চাকমা থেকে মাইকেল চাকমা — সকল বিচার বহির্ভূত, বেআইনি আটকের বিচার চায় বাংলাদেশ।
কল্পনা চাকমা কোথায়?
রাষ্ট্র জবাব চাই!
মাইকেল চাকমা কোথায়?
রাষ্ট্র জবাব চাই।
ঠোঁটকাটা ব্লগের জন্য প্রতিবেদনটি লিখেছেন সায়দিয়া গুলরুখ; চিত্রধারণ ও সম্পাদনা আব্দুল্লাহ মাহফুজ অভি ।
Categories: আন্দোলন বার্তা, প্রান্তিক জাতি প্রশ্নে
Leave a Reply