মায়ের ডাকের ওপর সরকার সমর্থিত গোষ্ঠীর মতাদর্শিক আক্রমনের তীব্র নিন্দা

প্রেস বিবৃতি ১৩ সেপ্টম্বর ২০২২। আমরা, নিম্ন স্বাক্ষরকারীরা, গুমের শিকার ব্যক্তিদের পরিবার ও আত্মীয়স্বজনদের সংগঠন মায়ের ডাকের সদস্যদের ওপর সরকার-সমর্থিত গোষ্ঠীর মতাদর্শিক আক্রমণ এবং তাদেরকে কলংকিত করার অপচেষ্টার তীব্র নিন্দা জানাই।

মায়ের ডাক অনুষ্ঠিত এপ্রিল ২৯, ২০২২ এর একটি সমাবেশ।

মায়ের ডাকের একটি প্রেস বিবৃতির (১০ই সেপ্টেম্বর, ২০২২) মাধ্যমে আমরা জানতে পারি যে, সরকারি দলের সাথে নানাভাবে যুক্ত কিছু ব্যক্তি মায়ের ডাকের নারী সদস্যদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তা এবং কলংকিত করার অপচেষ্টা  চালিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মারফৎ আমরা আরও জানতে পারি যে, সরকার দলীয় অন্তত ৩ জন অনলাইন অ্যাক্টিভিস্ট মায়ের ডাকের কয়েকজন নারী সদস্যদের একটি ছবি ফটোশপ করে দুজন উর্দিপরা পুলিশ বসিয়ে ‘পতিতাসহ দালাল আটক’ হেডিং যোগ করে ছবিটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। 

আমরা মনে করি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এদেশের নাগরিকদের গুম হওয়ার বিরুদ্ধে মায়ের ডাকের দীর্ঘদিনের সংগ্রামের কারণে, সরকারের মদদপুষ্ট গোষ্ঠী এই মতাদর্শিক আক্রমণের পথ বেছে নিয়েছেন। এটি গুমের ঘটনা থেকে দৃষ্টি সরানোর একটি কৌশলও বটে। উল্লেখ্য যে ইদানিংকালে একাধিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারের প্রতিপক্ষ, বা সমালোচক, বা প্রতিবাদী কেউ, বা নিপীড়নে আহত ও ক্ষতিগ্রস্ত মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বা কলঙ্ক ম্যানুফ্যাকচার করে তাকে সমাজের সামনে হেয় প্রতিপন্ন করার, তাকে স্তব্ধ করার পথ বেছে নিয়েছে (“রাতের রানী,” “ধর্ষণে সহযোগিতা,” “বিতর্কিত নারী”)।

এই বিবৃতির মাধ্যমে আমরা প্রতিবাদী নারী বা যেকোনো প্রতিবাদী কণ্ঠকে রুদ্ধ করার জন্য কেলেঙ্কারিকরণের এই রাষ্ট্রীয় কৌশলকে প্রতিহত করার তীব্র প্রত্যয় ব্যক্ত করছি। একইসঙ্গে আমরা আশা করি যে পুলিশ বাহিনী যারা এদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলে তারা তাদের সরকার-সমর্থক ভূমিকাকে পরিহার করতে উদ্যত হবেন এবং মায়ের ডাকের সদস্যদের বিরুদ্ধে যারা এই জঘন্য প্রচারণা চালাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনার উদ্যোগ গ্রহণ করবেন। 



Categories: আন্দোলন বার্তা

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: